
আবারো মামা হলাম। এই নিয়ে ভাগিনা-ভাগ্নির সংখ্যা ১১ জনে দাঁড়ালো। তবে এই প্রথম জন্মের পর পরই কোনো মানবশিশুকে দেখলাম। অবিস্মরণীয় অভিজ্ঞতা।
শিশুর কানে যখন অনভ্যস্ত কণ্ঠে আজান দিচ্ছিলাম, সারা তন্ত্রী জুড়ে এক অভাবনীয় শিহরণ হচ্ছিল। আজানের প্রতিটি বাক্য শেষে শিশুটির চোখদুটি তির তির করে কাঁপছিল। আশহাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহ- মহান প্রভুর এককত্বের এই ঘোষণাটি শিশুটির শিরায় শিরায় দ্বিতীয়বারের মতো যখন পৌঁছে যাচ্ছিল, পুরো জগৎ হয়তো স্তব্ধ হয়ে তার সাক্ষী হয়ে রইলো! জন্মের চেয়ে পবিত্র মুহূর্ত মানবজনমে আর কী হতে পারে!