
বাড়ি যাচ্ছি। তবে এবারের যাওয়ার অনুভূতিটা অন্যরকম। জীবনে দ্বিতীয়বার এমনটা হচ্ছে। সাড়ে ছয় বছর আগে এমনই এক রাতে একই ধরনের ঘটনায় বাড়ি গিয়েছিলাম।
ছোট আপার শাশুড়ি আজ দুনিয়া ত্যাগ করেছেন। ক্ষুদ্র এ জীবনে এমন অসাধারণ দ্বিতীয় কোনো নারীর দেখা এখনো পাইনি। আল্লাহ তাঁকে পরকালে নাজাত দান করুন- এইটুকু কামনা করা ছাড়া কিইবা করার আছে!