
কাজকাম সেরে আজ একটু আগে আগে বের হলাম। ক্লান্ত লাগছিল।
এসব ক্ষেত্রে আমি মাঝেমধ্যেই ক্যাম্পাস জুড়ে ঘোরাফেরা করি। একা একা অবশ্যই। মনে আছে, হলে থাকতে একবার পূর্ণিমা রাতে পুরো ক্যাম্পাস ঘুরেছিলাম। তানজিম ছিলো সাথে। রাত ২টায় টেলিহিলে ওঠে বসেছিলাম বেশ কিছুক্ষণ। সেন্ট্রাল ফিল্ড থেকে ফরেস্ট্রি পর্যন্ত সারারাত ঘুরেছি।
এখনো মাঝেমধ্যে সাইকেল নিয়ে বের হয়ে পড়ি।সায়েন্স ফ্যাকাল্টি, কাটা পাহাড় বা ফরেস্ট্রির নির্জন, ভূতুড়ে রাস্তায় ধীরে ধীরে সাইকেল চালাতে চালাতে যে প্রশান্তি চলে আসে মনে… আহা!
এমিলি ইস্ফাহানী স্মিথ বলেছেন, সুখের পেছনে ছোটার চেয়ে একটা অর্থপূর্ণ জীবনযাপন করা ঢের ভালো। Power of Meaning শিরোনামে একটি বই লিখে তিনি এর কারণগুলো ব্যাখ্যা করেছেন।
অবশ্য ভদ্রমহিলা বলেছেন বলে নয়, আমি আগে থেকেই সুখের সন্ধানে ঘোড়দৌড় থেকে নিজেকে সযতনে সরিয়ে রেখেছি। যে বন্ধুটি মাসে লাখ টাকা কামায়, তার দুঃখগাঁথাও আমাকে শুনে যেতে হয়। জীবনের অর্থপূর্ণতা এমনই এক জিনিস, টাকাপয়সা দিয়ে এটা কেনা যায় না।
এমিলির যুক্তিগুলো যারা জানতে চান, তারা এই অনুবাদটি পড়তে পারেন- সুখী হওয়ার চেয়েও জীবনটা আরো বেশি কিছু