ব্রিজের রেলিং শা শা করে পেছনে ছুটছেবন্ধু, স্বজন আর মা’র স্মৃতি সদ্য অতীততবে ভগ্ন লাল চাঁদটার সম্ভবত অতীত নাইনাকি তার আড়ালে অন্য কেউ বর্তমান!