Black and Brown Train Wheel

দুই বৃদ্ধ মুখোমুখি
জীবন, জগত ছাড়িয়ে অসীমের পানে
ছুটে চলছে তাঁদের খোশগল্প
রেলের সমান্তরাল পাতের উপর ধাবমান চাকার মতো।

বিভূতির অপুর মতো নিস্পলক চেয়ে দেখছি,
কিছুটা শুনছিও বটে।
আমরা সবাই চাকার উপর ছুটে চলছি,
এটুকুই শুধু মিল।

১৫ মে ২০১৪ | দুপুর ১.১৬

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *