
বসরাই গোলাপ নয়,
নয় ইরানী কিংবা জুলিয়াস রোজ,
নিতান্তই সাদামাটা একটি গোলাপ।
ভেতরে যুদ্ধ, হিংসা, কদর্যতা
বাইরে প্রস্ফুটিত গোলাপ।
কত ঘৃণার উত্তাপ ছাপিয়ে
গোলাপের জয় হলো!
স্বার্থক গোলাপী জীবন!
বসরাই গোলাপ নয়,
নয় ইরানী কিংবা জুলিয়াস রোজ,
নিতান্তই সাদামাটা একটি গোলাপ।
ভেতরে যুদ্ধ, হিংসা, কদর্যতা
বাইরে প্রস্ফুটিত গোলাপ।
কত ঘৃণার উত্তাপ ছাপিয়ে
গোলাপের জয় হলো!
স্বার্থক গোলাপী জীবন!