পাখিদের প্রার্থনা চলছেপ্রার্থনার আওয়াজ বাড়ছে, বাড়ছে, বাড়ছেকর্কশ কাকপক্ষীও বাদ যায়নি;অতঃপর, সব শান্ত করে দিয়ে জীবিকার সন্ধানে বেরিয়ে পড়া।মেঘ ঠেলে ঠেলে শৈশবে হাজির হলামতখন প্রতিটা সকাল এমন ছিল!৮ মে’ ১৪ | সকাল ৫.৪৫