মাসউদুল আলম

চারপাশে খালি রোবট দেখি
কিয়ের্কেগার্দ যাদেরকে ‘ম্যাস-ম্যান’ বলে গিয়েছিলেন।
এদের আছে দুইটা করে চোখ, হাত আর পা
একটা ভুড়ি আছে নাদুসনুদুস
মগজও একটা আছে বটে,
তবে সেটা কেবল অন্যদের অনুকরণের বেলায়ই কাজে লাগে।

আত্মস্বার্থবাদী এই দুপেয়ে জীবগুলোর মাঝেই
আমার বসবাস।
সমাজের ডান্ডাবেড়ি পরানো এই জীবগুলো
পেটপুরে খেয়ে, হেগে-মুতে আরামে ঘুমাতে যায়,
মরণঘুমও চলে আসে অকস্মাৎ।
এটাই নাকি জীবন! স্বার্থক জীবন!
বটে!

ফেসবুক লিংক

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *