
মাত্রই মাইক বন্ধ হলো। মাঝ রাত পেরিয়ে গেছে। সাড়ে ১২টা বাজে প্রায়। ওয়াজ চলছিল এতক্ষণ। মুনাজাতের মাধ্যমে ওয়াজ শেষ হলো। হুজুর কানতে কানতে সালাম দিয়ে মুনাজাত শেষ করলেন। মাইকে গগনবিধারী চিৎকারে আল্লাহকে ডেকে ডেকে গুনাহ মাফের এই আয়োজনের মাধ্যমে শিশু, বৃদ্ধ, অসুস্থসহ সাধারণ মানুষের ঘুম ও স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন ঘটিয়ে কতটুকু গুনাহ মাফ করাতে পারলেন, তা আল্লাহ তায়ালাই ভালো বলতে পারবেন।
ওয়াজ শেষ হওয়ার পর ভাবলাম, যাক এবার বোধহয় ঘুমাতে পারবো। কিন্তু, একি! মাহফিল তো আরেকটা চলছে। বড় মাহফিলের কারণে এতক্ষণ এই ছোট মাহফিল টের পাইনি। ওয়াজ মাহফিল শেষ হতেই গানের মাহফিলের সাউন্ড ভেসে এলো। সফট গান হলেও না হয় গানের তালে তালে ঘুমিয়ে পড়া যেত। কিন্তু এতো ধ্রিম ধ্রিম!