
শব্দটা আজ প্রথম আলো থেকে শিখেছি। তাদের এক কলামিস্টের পরিচয় লিখতে গিয়ে বলেছে, তিনি অমুক চিন্তাশালার তমুক। হাতিশালা, ঘোড়াশালার কথা পড়েছি। চিন্তাশালার কথা শুনি নাই।
প্রথমে ভেবেছি, এটা কি শালা-দুলাভাই টাইপের কিছু? কিন্তু বড় শালা, মেঝো শালা, ছোট শালা কিংবা গালি হিসেবে শালার পুত, শালার ঘরের শালা ইত্যাদি শুনলেও চিন্তাশালার কথা তো শুনি নাই। আর এ রকম কিছু হলেই বা সেটা একজন কলামিস্টের পরিচয় হবে কেন!
থিঙ্কট্যাঙ্ক শব্দটার বাংলা যে চিন্তাশালা হতে পারে, এটা বুঝতে কিছুটা সময় লেগেছে।