আমাদের গ্রামের ধানক্ষেত

চমৎকার সবুজ ধান ক্ষেতের যে ছবিটি দেখছেন এটি গতবার বাড়িতে গিয়ে তোলা। বাংলাদেশের খুব কমন চিত্র। গ্রামের শৈশবের স্মৃতি বুকে নিয়ে আমরা যারা এখন শহুরে, তাদের কাছে এ ধরনের ছবি মাত্রই নস্টালজিয়া তৈরি করে।

আপনারা ভাবতে পারেন, এই চমৎকার ছবিটির সাথে কেনই বা কদর্য একটি হাতের ছবি আমি দিলাম। বাস্তবতা হলো, এই সবুজ প্রকৃতি সবুজ হয়ে ওঠার পেছনে এই ‘কদর্য’ হাতগুলোর অবদান রয়েছে।

এটি আমার এক পাড়াতো ভাইয়ের হাতের অবস্থা। কাদামাখা জমিতে কাজ করতে করতে হাতের আঙ্গুলগুলো ভেতর থেকে রীতিমতো পচে গেছে। ডাক্তার বলে দিয়েছে, চিকিৎসার পাশাপাশি ক্ষেতে কাজ করা থেকে বিরত না থাকলে কোনো লাভ হবে না। যা আসলে তার পক্ষে আদৌ সম্ভব নয়।
সাইদুল ভাই আমাকে বলেছেন, ভাত খাওয়ার সময় তরকারির ঝোল যখন আঙ্গুলের ঘাঁয়ে ঢুকে যায়, মনে হয় যেন জ্বলন্ত চুলায় হাত ঢুকিয়ে দিয়েছেন।

এই সুন্দর সবুজ প্রকৃতি যদি হয় মুদ্রার এক পিঠ, তাহলে গ্রামবাংলার হাজারো কৃষকের এই ক্ষতবিক্ষত হাতগুলো মুদ্রার অপর পিঠ।

লেখাটির ফেসবুক লিংক

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *