পলিটিক্যাল কম্পাস

জিয়া হাসান ভাই গতকাল পলিটিক্যাল কম্পাস নামে একটা ইন্টারেস্টিং টেস্টিং সাইটের সন্ধান দিয়েছেন। টেস্টে উনি নিজেকে লিবার্টারিয়ান লেফট হিসেবে নিজেকে খুঁজে পেয়েছেন।

তখন একবার নিজের জন্য টেস্ট দেবো বলে ভেবেছিলাম। আজকে টেস্টটা করলাম। আমার পজিশনও একই ক্যাটাগরিতে আসলো (ছবি দ্রষ্টব্য)।

তবে আমি টেস্ট করেছি মূলত পিনাকী ভট্টাচার্যের পোস্ট দেখে। তাঁর অনুমান, এই টেস্টে বাংলাদেশের ৭০% ইসলামপন্থীকে নাকি লিবার্টারিয়ান লেফট হিসেবে দেখা যাবে। বিপরীতে বামপন্থীদেরকে অথরিটেরিয়ান লেফট হিসেবে দেখা যাবে।

উনার অনুমান দেখে বেশ অবাক হয়েছি। বামপন্থীদের ব্যাপারে অনুমানটা অনেকাংশে সঠিক বলে মনে হলেও ইসলামপন্থীদের ব্যাপারে তাঁর অনুমান সঠিক মনে হলো না। আমার কাছে প্রচলিত ইসলামপন্থীদেরকে বামপন্থী মুদ্রার অপর পিঠ বলেই মনে হয়। এই দুই গোষ্ঠীর আদর্শটাই জাস্ট ভিন্ন, বাট বাকি অনেক কিছুতেই কপি-পেস্ট মিল আছে।

মজার ব্যাপার হলো, পিনাকী ভট্টাচার্যের পোস্টেই ইসলামপন্থী দাবিকারী কয়েকজনকে মন্তব্য করতে দেখলাম, টেস্টে অথরিটেরিয়ান লেফট হিসেবে নিজেদের অবস্থান এসেছে বলে জানিয়েছে। এবং নিজেদের এই দু র্গতি দেখে তারা অবাক। একজনকে দেখলাম স্বয়ং স্কেলটাকেই গালমন্দ করছে 😁

কেউ টেস্ট করতে চাইলে এখানে যান: https://www.politicalcompass.org/test

লেখাটির ফেসবুক লিংক

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *