এই মৌনতা আর সয় না,কোলাহলের অপর পিঠই যেন।সাদা কাগজের কালো অক্ষর কিংবাভার্চুয়াল পাতার রঙিন অক্ষর – যাই বলোসব কিছু অসহ্য লাগে।অথচ আমি তো এই সবকিছুকেই ভালোবাসতাম!পষ্ট টের পাই, ডুবে যাচ্ছিঅদৃশ্য ব্লাকহোল টানছে।মুক্তি কিসে?নির্বান চাই।