
দানব আকাশটাকে আলো দিতে
পূর্ণিমার চাঁদটা প্রাণপনে খেটে মরছে।
কবিরা আমাকে বলেছিল,
তারাগুলো নাকি মিটিমিটি জ্বলে।
কই? তারাগুলো কেমন স্থির হয়ে আছে।
কী মিথ্যা কথাই না বলতে পারে কবিরা !
কখন আসবে ক্লান্তি?
নাকি তার আগেই চলে যেতে হবে?
এই বিষন্ন চাঁদের অালো তখনো কি থাকবে?
২২ এপ্রিল | রাত ২টা